৭৮৬

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

আর যা কিছু অর্জিত হয়েছে মুসা, ঈসা এবং নবীগণের, তাঁদের রবের নিকট থেকে। আমরা তাঁদের মধ্যে কারো উপর ঈমানের ক্ষেত্রে তারতম্য সৃষ্টি করি না, এবং আমরা তাঁরই সম্মুখে গর্দান অবনত করেছি। 
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৮৪) সূরা আ-ল-ই ‘ইমরান’।

কোন মুসলমান কোন মুসলমানকে একখানা কাপড় দান করিলে যতক্ষণ পর্যন্ত উহা তাহার ব্যবহারে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থাকে। 
– আল-হাদিস (তিরমিজী, আহমাদ)।

একজন বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে বসে একবার কথোপকথন বহু সংখ্যক বই পাঠ করার চেয়ে ভালো। 

– লং ফেলো।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমাদকবিরোধী গণসচেতনতা ও সামাজিক আন্দোলন প্রয়োজন