বাবা

এমরান চৌধুরী | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

পৃথিবীর যত আবদার আছে সব কিছু রাখা যায়
সকাল-সন্ধ্যা কত দুষ্টুমি তবু কাছে থাকা যায়
আসে না কখনো বেত নিয়ে তেড়ে দেয় না বকুনি কোনো
কে আছে এমন মহান পুরুষ! তার কথা বলি শোনো।

আকাশের মতো নির্মল এক হৃদয় গহিনে যার
আদর কদর মায়া সমাদর সবটাই আছে তার
যা খুশি আমার চাইতেই পারি অনায়াসে তার কাছে
সাধ্য না থাক শতভাগ সাধ অন্তরে তার আছে।

সাতনরি হার,হীরামন পাখি, মুক্তোর মালা আর
চাই যদি আমি বেড়িয়ে আনবে মহাসাগরের পাড়
জানো কী কারণ? তিনি তো আমার ইচ্ছেপূরণ পাখি
সারা দিনমান বেপরোয়াভাবে বাবা বলে যাকে ডাকি।

বাবা মানে মায়া বৃক্ষের ছায়া যত আহ্লাদ-সাধ
দুর্গম পথ পাড়ি দিতে চাই বাবার আশির্বাদ।

পূর্ববর্তী নিবন্ধতারার দেশে বাবা
পরবর্তী নিবন্ধবাবা