তৃতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার এখনই সময়

আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১২:৫৭ অপরাহ্ণ

করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার এখনই সময়। প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবেলার সময় যেসব ভুল এবং বাধা ছিল তা চিহ্নিত করে জোরালো প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে পর্যাপ্ত হাইফ্লো ন্যাজেল ক্যানোলা ক্রয়, নষ্টগুলো দ্রুত মেরামত করা, আইসিইউ বেড বৃদ্ধি, অঙিজেন সরবরাহ বাড়াতে হবে।
চট্টগ্রামের রাজনীতিক ও মন্ত্রীদের মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের কাছে এসব দাবি পৌঁছাতে হবে এবং তা আদায় করে নিতে হবে। বর্তমান মেয়রকেও নগরীর প্রতিটি ওয়ার্ডে করোনা পরীক্ষা করার উদ্যোগ নিতে হবে। কারণ রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। হাইফ্লো ন্যাজেল ক্যানোলা কমতে-কমতে সচল আছে মাত্র ৬৬টি, যা কিছুদিন আগেও শতাধিক ছিল। ব্যবস্থাপনার অভাবে গুরুত্বপূর্ণ এই হাইফ্লো ন্যাজেল ক্যানোলা নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল শনিবার পূর্বকোণ সেন্টারের মোহাম্মদ ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে ‘তৃতীয় ধাপে করোনা, স্বাস্থ্যখাতে চট্টগ্রাম কতটুকু প্রস্তুত ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সভার উদ্বোধন করেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম স্থায়ী কমিটির সভাপতি জসিমউদ্দিন চৌধুরী। সংগঠনের কার্যনির্বাহী সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনূস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম, বাংলাদেশ মিয়ানমার চেম্বারের সভাপতি এস এম নুরুল হক, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম মহাসচিব নুরুল আলম। সঞ্চালনায় ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপাখির ছানা ধরতে গিয়ে পাহাড় ধসে শিশুর মৃত্যু