মৌসুমি বায়ুর প্রভাব ও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসে পড়ার শঙ্কা রয়েছে। গতকাল শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় পানি উঠেছে। গাছপালা ভেঙে চলাচলে তৈরি হয়েছে সংকট। এরকম হতে থাকলে পাহাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ নিয়ে গতকাল শনিবার বিকালে ক্যাম্পাসে সচেতনতামূলক মাইকিং করা হয়। এতে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এজন্য পাহাড়ের পার্শ্ববর্তী ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় পাহাড় ঘেরা। এসব পাহাড়ের পাশে আমাদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করেন। এ অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এজন্য সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।












