সেবামূলক সংগঠন নিঃশ্বাসের বন্ধুর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা সম্প্রতি সংগঠনের আহ্বায়ক এম আবুল মনসুর রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সোলাইমান কোম্পানি, হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদুল হক, আরাকান হাউজিং সোসাইটি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ উল্লাহ চৌধুরী মুন্না, মো. সাহাবউদ্দীন প্রমুখ। জামান চৌধুরী শিপলুর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন নিশ্বাসের বন্ধুর কার্যকরী কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন, মো. আবুল মনছুর, সদস্য মো. এরশাদ, মো. মাইনুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. নিয়াজ মোরশেদ, মো. এরশাদ মিয়া, মনিরুল হোসেন, মো. জাবেদ, মো. ইজাজ আহম্মেদ, মো. খুরশেদ আলম, মো. ইফতেখার উদ্দিন পাপ্পু, মো. ওয়াহিদ, মো. দিদারুল আলম, হৃদয়, তাহসিন, আবীর, আদি, সাইফুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।