এভারকেয়ার হাসপাতালে রক্তদান কর্মসূচি

বিশ্ব রক্তদাতা দিবস

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২, বাংলাদেশের সহযোগিতায় গতকাল বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনে রক্তদান কর্মসূচির আয়োজন করে। হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচিতে রক্তদাতাদের প্রশংসিত ও সম্মানিত করা হয়।
এভারকেয়ার হাসপাতাল মেডিকেল সার্ভিসেসের মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ ফজল ই আকবর চৌধুরী বলেন, প্রতিবছর বিশ্বব্যাপী বিভিন্ন দেশে রক্ত পরিসরণের জন্য উপযোগী নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়। এটি জনস্বাস্থ্যের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ দিক। এই দিনটিতে এভারকেয়ায়ের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবী রক্তদাতাদের এই অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বিয়ারসহ দুজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ বেতন কোড থেকে প্রদানের দাবি