লড়াই চালিয়ে যেতে চাই : পরীমনি

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৫ জনকে গ্রেপ্তারের পর চিত্রনায়িকা পরীমনি বলছেন, তিনি এখন ভরসা পাচ্ছেন; আর লড়াই চালিয়ে যাবেন। গতকাল সোমবার সকালে সাভার থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকালে উত্তরা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। খবর বিডিনিউজের। এরপর রাত ৮টায় ঢাকার গুলশানে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে আসেন তিনি; যেখানে আগের দিন সংবাদ সম্মেলন করে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ জানিয়েছিলেন তিনি। পরীমনি বলেন, আমি অনেক খুশি। আজ অনেক শান্তি লাগতেছে। এত তাড়াতাড়ি জিনিসগুলো হয়েছে, এতটা আশাও করিনি। আমি সবার প্রতি কৃতজ্ঞ, যারা আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন।
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে নিয়ে গত বুধবার রাতে বনানী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও কোনো সহায়তা পাননি বলে জানিয়েছিলেন পরীমনি। চার দিনে যারা ঘটনাটি জেনেছেন, তাদের অনেকেও উল্টো ‘দমিয়ে রাখার’ চেষ্টা করা হয় বলে জানান পরীমনি।
বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই লড়াইটা কতটা কঠিন, সেটা গত চার দিনে আমি বুঝে গেছি। আমি যতক্ষণ না সুবিচার পাব, ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। আমি অনেক ভরসা পাচ্ছি। আমি উঠে দাঁড়ানোর মতো ভরসা পাচ্ছি। এখন পুরোটা লড়তে চাই।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমামলার প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫