নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার একটি ঘরের মাটি ফেটে গ্যাস উদগীরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপব্যবস্থাপক (ডিজিএম) মাহমুদুল হাসান জানান, গ্যাস লিকেজের কারণ অনুসন্ধান করছে আমাদের টিমের সদস্যরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে মোহরা ৫ নম্বর ওয়ার্ডের উত্তর মোহরা কালন সওদাগর বাড়ির তসলিম উদ্দীনের ঘরের মাটি ফেটে গ্যাস বের হওয়া শুরু হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে প্রশাসনের সহায়তা কামনা করে স্থানীয়রা।