মেঘমেয়েটা মোঃ তৈয়বুর রহমান ভূঁইয়া | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ মেঘমেয়েটা মেঘমেয়েটা কোথায় তোমার বাড়ি? কোথায় পেলে বলো অমন মস্ত হাওয়া গাড়ি? আকাশ মাঝে উড়ে উড়ে গুড়ুম গুড়ুম ডাকো, বলো আমায় তুমি কি গো সুখের ছবি আঁকো। তোমার মতো থাকলে গাড়ি থাকলে অমন পাখা, আর হতো না আমায় ওগো বন্দি করে রাখা।