করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশের নেতৃত্বে গতকাল সোমবার বনরুপা, ফিশারী ও কাঠালতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটক রাখার দায়ে রাঙামাটি শহরের ফিসারী ঘাট এলাকায় হোটেল মেহেদিকে ২০ হাজার টাকা এবং পর্যটকদের জনপ্রতি ১ হাজার করে ৭ হাজার টাকা জরিমানা করেছে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মেহেদিতে অভিযান পরিচালনা করা হয়। পর্যটন স্পট বন্ধ থাকা সত্বেও পর্যটকরা বেড়ানোর জন্য রাঙামাটিতে এসেছিল। করোনার সংক্রমন রোধে জেলায় গত ১ এপ্রিল থেকে পর্যটন স্পটগুলো বন্ধ করে দেয় প্রশাসন, খোলা রাখা হোটেল মোটেলগুলো। তবে হোটেলগুলোতে জরুরী কাজে লোকজন ছাড়া পর্যটক রাখতে নিষেধাজ্ঞা ছিলো, এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে কোন কোন হোটেল পর্যটক রাখছে।