শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

ফটিকছড়িতে মানববন্ধন

| মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ফটিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নাজিরহাট ঝংকার মোড়ে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন উত্তর জেলার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন উত্তর জেলা সভাপতি হাবিবুল্লাহ মিছবাহ। নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা যদি হয় অটোপাশ তবে জাতি হবে মেধা শূন্য। শিক্ষার্থীরা আজ বই-খাতা রেখে জীবিকার তাড়নায় কাজে নিয়োজিত হচ্ছে। অনেকেই শিক্ষার আশা ছেড়ে দিচ্ছে। এভাবে দীর্ঘদিন শিক্ষাব্যবস্থাকে অকার্যকর রেখে একটি মেধাহীন প্রজন্ম তৈরি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
এতে আরো বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তানভীর মাহতাব, ইসলামী যুব আন্দোলন ফটিকছড়ি সভাপতি ইসহাক আদনান, মো. মিজান, মো. জোবাইর মারুফ, মো. আশরাফুল ইসলাম, মুহাম্মদ একরামুল হক সিদ্দিকী, মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৭ পর্যটকসহ হোটেলকে জরিমানা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড রুটে যাত্রী পরিবহনে লোক দেখানো স্বাস্থ্যবিধি