সোহেল রানা ৪ সপ্তাহের বিশ্রামে

| মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে বিশ্বকাপ বাছাই আগেই শেষ হয়ে গেছে সোহেল রানার। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই মিডফিল্ডারকে। কাতারে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে বাম হাতে চোট পান সোহেল। পরের দিন টিম ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছিলেন, হাড়ে চিড় ধরার কথা। বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় সোমবার সোহেল জানান তার বর্তমান পরিস্থিতি।

পূর্ববর্তী নিবন্ধমিঠুনের ফিফটি, রুবেলের ৪ উইকেটে তামিমদের জয়
পরবর্তী নিবন্ধরুটদের জরিমানা