আসলাম চৌধুরীকে ৫ দিনের রিমান্ড চায় সিআইডি

নাশকতার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আকবরশাহ থানার একটি মামলায় গতকাল সোমবার মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মুছায়েদ উল্লাহ ভূইয়া এ আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য আদালত আগামী ১০ জুন দিন ধার্য করেন। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২০১৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারার আকবরশাহ থানার উক্ত মামলায় (১/২/১৫) সিআইডির আবেদনের প্রেক্ষিতে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলখেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসলাম চৌধুরীকে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে রাষ্ট্রদ্রোহের দুই মামলা এবং নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। সে থেকে এখন পর্যন্ত আসলাম চৌধুরী কারাগারে আছেন।

পূর্ববর্তী নিবন্ধ৪১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধছেত্রীর জোড়া গোলেই হার