প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। সুস্থ হয় বাড়িতেও ফেরেন তিনি। কিন্তু সমপ্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৮ বছর বয়সী এই তারকাকে। দিলীপ কুমারের স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। অভিনেতা বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন বলে জানান তিনি। খবর বাংলানিউজের। বয়সের কারণে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা রয়েছে দিলীপ কুমারের। মে মাসের শুরুতে তাকে দীর্ঘ সময় হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে হয়েছিল। এখন আবারও হাসপাতালে চিকিৎসক জালিল পার্কারের অধীনে চিকিৎসাধীন তিনি।