দল বাড়ছে বিশ্বকাপ ক্রিকেটে

| বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১২:১০ অপরাহ্ণ

ক্রিকেট খেলাকে বিশ্বময় আরও ছড়িয়ে দিতে সীমিত ওভারের দুটি বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা ১৬ থেকে বেড়ে হচ্ছে ২০। আর ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দলের। আইসিসি জানিয়েছে ২০২৪ থেকে ২০৩১ সালের ৮ বছরের চক্রে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতি বছরই পুরুষ ও মহিলাদের ক্রিকেটে থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট। পুরুষদের ক্রিকেটে ১৪ দল ও ৫৪ ম্যাচের ওয়ানডে বিশ্বকাপ দুটি হবে আগামী ২০২৭ ও ২০৩১ সালে। এই টুর্নামেন্টে ফিরছে সুপার সিক্স পর্ব। প্রাথমিক পর্বে দুটি গ্রুপে ৭টি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা করে নিবে সুপার সিক্সে। সেখান থেকে সেমি-ফাইনাল খেলবে সেরা চার দল। এরপর ফাইনাল। পুরুষদের ক্রিকেটে দুই বছর ব্যবধানে এই চক্রে হবে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫৫ ম্যাচের আসরগুলো হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলি দল অংশগ্রহণ করবে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ড সুপার এইটে। নকআউট পর্ব শেষে সেমি-ফাইনালে এবং ফাইনাল।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে বরকল ইউনিয়ন চ্যাম্পিয়ন