চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে বরকল ইউনিয়ন চ্যাম্পিয়ন

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১২:১২ অপরাহ্ণ

চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরকল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। তারা ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুনামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষআকার বিতরনী অনুষ্ঠান গতকাল বুধবার সাতবাড়িয়া মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, বাংলাদেশ আ.লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আ’লীগ নেতা শাহাদাত নবী খোকা। ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এড মো. দেলোয়ার হোসেনের সঞ্চানলায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে অংশ নেন চেয়ারম্যান আহমুদুর রহমান, ওসি (তদন্ত) মজনু মিয়া, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, কাউন্সিলর মোরশেদুল আলম, মাস্টার হুমায়ুন কবির, দিদারুল হক দস্তগীর, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় প্রমুখ। উলেখ্য, গত ৩১ মে ফাইনাল খেলায় সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করার পর খেলাটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ২ জুন পুনরায় ১৫ মিনিট করে ৩০ মিনিটের ফাইনাল খেলাটি মাঠে অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধদল বাড়ছে বিশ্বকাপ ক্রিকেটে
পরবর্তী নিবন্ধওমানেও হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ