সীমিত পরিসরে হলেও সংস্কৃতিতে প্রাণ ফিরিয়ে আনতে হবে

জেবুন নাহার শারমিন | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের প্রথম ঢেউ বাংলাদেশ সফলভাবে সামাল দিয়েছে বলে দাবি করা যায়। এবার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে মনে করছে সবাই আর এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আমরা সবাই জানি, দেশে গত বছরের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ ছিল নিম্নমুখী। কিন্তু দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মার্চ মাসে। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যেমন বেশি তীব্র, একইসাথে গুরুতর রোগী এবং মৃত্যুর সংখ্যাও প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানেই আমরা তা দেখতে পাই। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশে প্রায় সকল ধরনের গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে, সব ধরনের অফিস, হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল খুলে গেছে ইতোমধ্যেই। কিন্তু, এদিকে সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষদের বেহাল দশা। মাঝে কিছুদিন জেলা শিল্পকলা একাডেমিগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকলেও এখন তাও বন্ধ রয়েছে। আমাদের প্রাণের জায়গাগুলো বন্ধ থাকায় বেশি ঝুঁকতে হচ্ছে অনলাইনভিত্তিক অনুষ্ঠানগুলোর দিকে। অফলাইনে সবকিছু খোলা রেখে অনলাইনের অনুষ্ঠানে প্রাণ ফিরিয়ে আনা যাবেনা এটা সত্য। এ অবস্থায় জেলা শিল্পকলা অফিসগুলো খুলে দেওয়ার কথা ভাবা যেতেই পারে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও আমাদের ভালোবাসার জায়গায় গিয়ে যেন আমরা একটু আনন্দে বাঁচতে পারি, মানসিকভাবে প্রফুল্লে থাকতে পারি, আমাদের সংস্কৃতিতে যেন প্রাণ ফিরিয়ে আনতে পারি সেই চাওয়াই থাকবে সবসময়। সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন আমরা আবার শুরু করতে পারি সে ব্যবস্থা করতে হবে অচিরেই। কারণ আমাদের মত উন্নয়নশীল দেশে ঘরে বসে থেকে আর চলার অবস্থা নেই। আমরা বের হব, কাজ করবো সচেতনতার সাথে, হোক সীমিত পরিসরে তবু সংস্কৃতিতে প্রাণ ফিরিয়ে আনার জন্য আমাদের আবার কাজ শুরু করার বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধপরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান হোক শিশু বান্ধব
পরবর্তী নিবন্ধশিশু যখন সহিংসতার শিকার