জন্ম, মৃত্যু,আর বিয়ে এই তিন জিনিস শুনেছি আল্লাহ্ নিজ হাতে রেখেছেন। তাই আজ সর্ব প্রথম ধন্যবাদ দিতে চাই আল্লাহকে, যিনি আমাকে সৃষ্টি করে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। তারপর যাঁদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাঁরা আমার বাবা মা। শিশু থেকে আজ আমিও মা হয়েছি। তাই বোধ হয় এখন বুঝতে পারি মা হওয়া কতটা কষ্টের। কত কষ্ট সহ্য করতে হয়েছে আমার মাকে আমাকে এই সুন্দর পৃথিবী উপহার দিতে। তার বিনিময়ে আমরা আমাদের মাদের কি উপহার দিয়ে থাকি? কি চান আমাদের বাবা মা আমাদের কাছে? একজন সন্তানের জীবনে একজন বাবার ভূমিকাও অনেক গুরুত্বের। তিনি তাঁর জীবনে সমস্ত আনন্দ ভুলে আনন্দিত করে তুলেন সন্তানের জীবন। সন্তানদের মানুষের মত মানুষ করতে তাঁকে করতে হয় অমানুষিক পরিশ্রম। তবুও একজন মেয়ে হয়ে, একজন মা হয়ে আজ আমি বুঝতে পারি আমাকে জন্ম দিতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছেন আমার মা, যুদ্ধ করেছেন মৃত্যু দূতের সাথে, জয় করেছেন আমাকে। তাই আজ আমি আবারো কৃতজ্ঞতা জানাই আমার মাকে। ধন্যবাদ মা আমাকে জন্ম দেবার জন্য, ধন্যবাদ তোমাকে আমাকে এই সুন্দর পৃথিবী উপহার দেবার জন্য।