চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার মোট লেনদেনের পরিমাণ ১০৯.০২ কোটি টাকা। ২৬ হাজার ২৭৫টি লেনদেনের মাধ্যমে মোট ৩.৬০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৩৭৯.৩৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯৭.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪২.৬২ তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৩৫৪.১৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২ হাজার ৭৯২.০৮ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে রোববার লেনদেন হয়েছে ৩০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।