সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সামরিক অভ্যুত্থানে নিহত হন তিনি। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯ দফার প্রবক্তা। ৭৫ পরবর্তী সময়ে প্রধান সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হন তিনি। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নগর বিএনপি। সংগঠনটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দৈনিক আজাদীকে বলেন, রোববার (আজ) মহানগর বিএনপির উদ্যোগে সকাল ১১ টায় নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া ১২ টায় ৮ নং শোলকবহর ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ, এরপর চট্টগ্রাম সার্কিট হাউসস্থ শহীদ জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন, বাদ জোহর শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত চন্দনপুরা শাহী জামে মসজিদে দোয়া মাহফিল ও বিকাল তিনটায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআত্মহত্যা বাড়ছে কেন সমাধান কোন পথে
পরবর্তী নিবন্ধহাতিয়া রুটে তাজউদ্দীনের যাত্রা শুরু হচ্ছে কাল