চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চান্দগাঁও ওয়ার্ডে অবস্থিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়ার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই এলাকা হচ্ছে বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। কালুরঘাট বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতার সাথে নিবিড়ভাবে জড়িত। এই স্থানের গুরুত্ব দেশের মানুষের কাছে অনেক বেশি। স্বাধীন বাংলাদেশ ও জিয়াউর রহমান একে অপরের পর্পিূরক। তাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয়। কিন্তু ক্ষমতাসীনেরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গোটা জাতিকে বিকৃত ইতিহাস দিচ্ছে। মুক্তিযুদ্ধে যাদের কোনো অবদান নাই তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে। ভোট ডাকাতির মতো মুক্তিযুদ্ধের ইতিহাসও ডাকাতি করেছে সরকার। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের বহদ্দারহাটস্থ ফরিদের পাড়া এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির ৭ম দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে একদলীয় বাকশাল কায়েম করেছে। তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা মানায় না। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বিএনপি স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার ও বীর উত্তম জিয়াউর রহমানের দল। এটা বিএনপির প্রত্যেক নেতাকর্মীর কাছে অনেক গর্বের বিষয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, সদস্য সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা আবদুল আজিজ, মো. এসকান্দার, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, বিএনপি নেতা গিয়াস উদ্দীন ভূঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।