নগরীর পাহাড়তলীতে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে নগরীর অলংকার মোড় ও সিগন্যাল কলোনী জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন দেলোয়ার হোসেন (২০), মো. সৈয়দ নূর (১৯), তছলিমা আক্তার (২৪) ও মো. রফিক আলম (২৮)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম আজাদীকে জানান, গ্রেপ্তার চারজনের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।










