দোকান মালিক সমিতি মহানগর স্ট্যান্ডিং কমিটির সভা

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার স্ট্যান্ডিং কমিটির সভা মুরাদপুরস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি আলহাজ্ব ছালামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব জাফর আহমেদ।
প্রধান অতিথি বলেন, যোগ্য মানুষকে সঠিক দায়িত্ব দিয়ে কাজ করার সুযোগ দিলে সংগঠন বেগবান ও শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব, তাই তিনি সর্বদা ব্যবসায়ীদের কথা মাথায় রেখে প্রতিটা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবসায়ীদের সম্পৃক্ত করেন। দেশের সার্বিক উন্নয়নে ব্যবসায়ীদেরকে কর প্রদান করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শরীক হওয়ার আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন মো. রফিক, আফসার হাসান চৌধুরী, আহমেদ রশীদ আমু, মোহাম্মদ হারুনুর রশীদ, নুর মোহাম্মদ মধু, মো. ইউসুফ জহির, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ ইয়াসিন, জাফর আহমেদ চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. সাইফুল আলম, মো. খুরশেদ আলম, বিপু ঘোষ বিলু, সাজেদুল ইসলাম চৌধুরী মিল্টন, মো. ইমতিয়াজ আহমেদ, মো. আনিসুর রশীদ, সেলিম নুর, জানে আলম, মোহাম্মদ নুরুদ্দীন, হাজী মনসুর আলী, আবু কালাম, কাজী মোহাম্মদ ইব্রাহীম, এস এম মঈনুল ইসলাম শামিম, মোরশেদ উদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ ফরহাদ উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক, নবী হোসেন, জাহাঙ্গীর আলম, আবু তাহের, মাহবুবুর রহমান, আলী আকবর, রফিক উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯৮.৫৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপটিয়া ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে