সাইফউদ্দিনের আগ্রহ ৫ নম্বরে ব্যাট করা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে নিয়মিত খেলছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা সাইফউদ্দিন। বেশিরভাগ ম্যাচেই ৮ নম্বর পজিশনে ব্যাটিং করেন। আর ওই পজিশনেই তিনি সবচেয়ে সফল ব্যাটসম্যান। মূলত ফিনিশার হিসেবেই সাইফউদ্দিনকে ব্যবহার করতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাইফউদ্দিন আরও ওপরের দিকে ব্যাটিং করতেই আগ্রহী। সোমবার এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটে শেষ দিকে তিনটি পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে সাইফউদ্দিনের। তবে ৮ নম্বরে ব্যাটিং করে সবেচেয় বেশি সফলতা পেয়েছেন। এই পজিশনে ১০ ম্যাচে ৩৫.২৬ গড়ে তার রান ১৭৮। সাত নম্বর পজিশনে ৩ ম্যাচে ৪০ গড়ে সাইফউদ্দিনের রান ৮০। ৯ নম্বরে ৩ ম্যাচে ব্যাটিং করে ২৮.৫০ গড়ে সংগ্রহ করেছেন ৫৭ রান। এর মধ্যে ৮ নম্বর পজিশনে সফল হলেও সাইফউদ্দিন ৫ নম্বর পজিশনেই ব্যাটিং করার আগ্রহের বিষয়টি উল্লেখ করেছেন, ‘অবশ্যই দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত। সেটা আট নম্বর হোক বা সাত নম্বরে হোক। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছে। যদি ধারাবাহিকভাবে খেলতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে।’ গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মোস্তাফিজ এক প্রান্তে ভালো বোলিং করায় সাইফউদ্দিনের কাজটা সহজ হয়েছে বলে জানালেন তিনি, ‘মোস্তাফিজ বিশ্বমানের বোলার। বোলিংয়ে পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। অপরপাশ থেকে যদি একজন বোলার ভালো আক্রমণে বল করতে পারে, অন্য প্রান্তের বোলারদের জন্য কাজটা সহজ হয়। রোববারের ম্যাচে আমার জন্য মোস্তাফিজ কাজটা সহজ করে দিয়েছেন।’ দৃঢ়প্রতিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘রোজার মাসে অনেক কাজ করেছি। যদিও নিউজিল্যান্ড সিরিজ ছিল, ওয়েস্ট ইন্ডিজ হোম সিরিজ চলছিল। সুযোগটা পাচ্ছিলাম না। নিজের ভেতরে জেদ কাজ করেছে। চেষ্টা ছিল এই সিরিজে প্রথম থেকে খেলার। লক্ষ্য ঠিক করে বাড়ি থেকে এসেছিলাম। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পেরেছি। চেষ্টা করবো শেষ দুটি ম্যাচে এর ধারাবাহিকতা রাখতে।’

পূর্ববর্তী নিবন্ধআগামী দুই বছরে অনুষ্ঠিত হবে দুটি এশিয়া কাপ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোকে রাখতে চায় বিসিবি