পনের দিন সবকিছু বন্ধ অর্থাৎ পূর্ণ লকডাউন রেখে (তথাকথিত কঠোর লকডাউন নয়) অন্তত পরীক্ষাগুলো নেওয়া হোক। আমাদের শিক্ষার্থীদের প্রতি ঝুঁকির কথা বলে চরম অবহেলা করা হচ্ছে। পরিবারে শিক্ষার্থী ছাড়া বাকি সবাই কোন না কোন কারণে ঘরের বের হচ্ছে আর বাইর থেকে ঘরে আসছে। অফিস আদালত, কল কারখানা, ব্যাংক বীমা, হাটবাজার, সীমিত পরিসরের নামে ডাবল ভাড়া নিয়ে ঠিকই পূর্ণ আসনে যাত্রী নিয়ে গাড়ি চলাসহ সবই হচ্ছে স্বাভাবিকভাবে। শুধু ফার্ম এর মুরগীর মতো আমাদের শিক্ষার্থীরা ঘরবন্দী। বাইরের পরিবেশের খোলা আলো-হাওয়া ওরা না পেয়ে নতুনভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কিনা জানি না। প্লিজ আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন।