শ্বশুরবাড়িতে ঘর মেরামতের কাজে সহযোগিতা করছিলেন জামাতা ইমাম হোসেন দুলাল (৪০)। কিন্তু কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়ায় আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাতিলোটা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা দুলাল। তার বৃদ্ধ পিতা আহমেদুর রহমান জানান, কৃষিকাজ করে সংসার চলতো তাদের। বুড়ো মা-বাবার একমাত্র ছেলে দুলাল। সংসারে স্ত্রী ছাড়াও দুলালের চার জন সন্তান রয়েছে। তিনি বলেন, একবার বিদেশ গিয়েছিল দুলাল। কাজ না পেয়ে দুই মাসের মাথায় ফিরে আসে। তারপরও থেমে ছিল না দুলাল। কৃষি কাজের পাশাপাশি বিদ্যুতের কিছু কাজ পারতো। কিন্তু এখন? আল্লাহর ওপর ভরসা করা ছাড়া কোনো পথ দেখছি না। বিলাপ করতে করতেই এসব কথা বলছিলেন দুলালের পিতা।
বাড়বকুণ্ড ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, দুলালের শ্বশুরবাড়িতে ঘর মেরামতের কাজ চলছিল। সকালে মিস্ত্রিরা নাশতা খেতে দোকানে যান। এ সময় ড্রিল মেশিন দিয়ে ঘরের একটি স্থানে ছিদ্র করার চেষ্টা করেন দুলাল। বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।