হাটহাজারীতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১০:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ইউএনও রুহুল আমিনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ৮ম শ্রেণির এক ছাত্রী (১৩)। গতকাল বুধবার উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কচুয়া এলাকার প্রবাসী জুস মোহাম্মদের মেয়ের সাথে ৪নং ওয়ার্ডের মো. মুছার ছেলে মিজানুর রহমানের (২৪) ২০-২৫ দিন পূর্বে কোর্ট ম্যারেজ হয়। গতকাল মেয়েটিকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে তুলে নেওয়ার দিন ধার্য ছিল। এজন্য মেয়ের বাড়িতে অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।
কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে বেলা দেড়টার দিকে সেখানে হাজির হন ইউএনও রুহুল আমিন। এ সময় মেয়ের জন্ম নিবন্ধন দেখে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন তিনি। একইসঙ্গে এফিডেবিটের মাধ্যমে সম্পন্ন করা এই বিয়ের আইনগত ভিত্তি নেই বলে জানান।
অভিযানে উভয় পক্ষের মুচলেখা এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেওয়ার অঙ্গীকার নেয়া হয়। ইউএনও রুহুল আমিন বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন। অভিযানে মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী আলী হাসান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকোভিড : টিকার স্বত্ব ছাড়ের প্রস্তাবে সাড়া দেয়নি জি-২০
পরবর্তী নিবন্ধচার দিনের রিমান্ডে হেফাজত নেতা নোমান ফয়েজী