সতীর্থদের গোল এনে দিতে বললেন জামাল ভূইয়া

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

ফুটবল গোলের খেলা। কিন্তু বাংলাদেশ দলে গোলের আকাল। এবারের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত ভালো কিছু হয়নি তাদের। বাকি আছে তিনটি ম্যাচ। এই তিন ম্যাচে অন্তত ভালো কিছু পেতে চায় বাংলাদেশ। তবে চাওয়া পূরণ করতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গোল, সেটিই সতীর্থদের এনে দিতে বলছেন অধিনায়ক জামাল ভূইয়া। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মাঠের অনুশীলন সেরেছে বাংলাদেশ। বাছাইয়ে এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গোল হজম করেছে ১৩টি, দিয়েছে মাত্র ২টি। বাংলাদেশের দুটি গোলের একটি এই ভারতের বিপক্ষে, সাদউদ্দিনের নৈপুণ্যে। আরেকটি ওমানের বিপক্ষে; করেছিলেন বিপলু আহমেদ। অনুশীলন শেষে গতকাল জামাল বলেন, ‘গোল করতে হবে, গোল না করলে তো আমরা পয়েন্ট পাব না। ম্যাচ কঠিন তো হবেই। একজন ফিফটি পারসেন্ট দিলে তো হবে না, সবাইকে শতভাগ দিতে হবে। তাহলে আমরা জিততে পারি।’ নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে এখনই পরিমাপ করতে চাইছেন জামাল। ‘আগে দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, তখন দেখতে হবে কোন দিকে আমরা শক্তিশালী, কোন দিকে দুর্বল। তারপরে আমরা এসব নিয়ে আলাপ করতে পারব।’

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাই শেষ কিপার রানার
পরবর্তী নিবন্ধদ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ ক্রিকেটাররা