ফিল্ডিংয়ের ত্রুটি সারাতে মনোযোগী টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১০ মে, ২০২১ at ৪:৪৯ পূর্বাহ্ণ

সবশেষ শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ফিল্ডিং ছিল বেশ দৃষ্টিকটু। একের পর এক ক্যাচ ফেলেছে বাংলাদেশের ফিল্ডাররা। সামনে আবার সেই শ্রীলংকা। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাই এই সিরিজে যাতে ফিল্ডিংটা আগের সিরিজের মত না হয় সেদিকে বেশ মনযোগী টাইগার শিবির। তাই বলতে গেলে ফিল্ডিংয়ের ত্রুটি সারাতে চায় এই সিরিজের আগেই। গতকালের অনুশীলন দেখে তেমনটা ধারনা করাই যায়। সেন্টার উইকেট থেকে ব্যাটিং কোচ জন লুইস ব্যাটে-বলে সংযোগ করে বল উড়িয়ে পাঠালেন সীমানার কিছুটা বাইরে। পরীক্ষা ছিল লিটন ক্যাচটি সেভ করতে পারেন কিনা। কিন্তু লিটন পারলেন না সে ক্যাচ ধরতে। এভাবে বেশ কয়েকজন ক্রিকেটারকে পরখ করে নিলেন কোচ। লক্ষ্য শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন হাত ফসকে আর ক্যাচ পড়ে না যায়।
গতকাল লং ক্যাচিং পরীক্ষা যেমন নিয়েছেন কোচ তেমনি শর্ট ক্যাচের পরীক্ষাও দিতে হয়েছে ক্রিকেটারদের। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিনসহ অনুশীলনে আসা দলের অন্যান্য সদস্যদেরও এভাবে প্রায় ৪০ মিনিট নিবিড় ক্যাচিং অনুশীলনে ঘাম ঝড়াতে দেখা গেল। বুঝতে বাকি রইল না নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে মোমিনুলরা যেভাবে ক্যাচ মিসের মোহড়া দিয়েছেন শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে একই ভুলের পুনরাবৃত্তি চাইছে না টাইগার টিম ম্যানেজমেন্ট। সে কারণেই দিনের আড়াই ঘণ্টার অনুশীলনের ৪০ মিনিট জুড়েই থাকল ক্যাচিং অনুশীলন। গতকাল রোববার দিনের শুরুটা হয়েছিল অবশ্য লো ক্যাচিং ও স্লিপ ক্যাচিং অনুশীলনের মধ্য দিয়ে। শ্রীলংকা সফর শেষে দেশে ফেরার পর গতকালই প্রথম অনুশীলনে যোগ দিয়েছিলেন মুশফিক-তাসিকনরা। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম ছাড়া শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রাথমিক দলে ডাক পাওয়াদের সবাই ছিলেন এই প্রস্তুতিতে। তাদের নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট ঘেঁসে অনুশীলন শুরু করেন ফিল্ডিং কোচ রায়ান কুক। স্লিপ ক্যাচিং ও লো ক্যাচিং চলে প্রায় বিশ মিনিট ব্যাপী। পরে শুরু হয় হাই ক্যাচিং অনুশীলন। ক্যাচিং অনুশীলন শেষ হতেই সেন্টার উইকেটের দুই নেটে ব্যাটিংয়ে নেমে পড়লেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের বিপক্ষে নেট বোলিংয়ে ঝালিয়ে নিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদি মিরাজ, নাসুম আহমেদরা।

পূর্ববর্তী নিবন্ধকরোনা নেগেটিভ হয়েই অনুশীলনে টাইগাররা
পরবর্তী নিবন্ধইমোতে ‘সিক্রেট চ্যাট’ ফিচার