চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এমবিবিএস কোর্র্সে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম আগামী ২২ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চমেক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে তারিখ ভিত্তিক নির্বাচিতদের রোল নম্বর বিভাজন করে দেয়া হয়েছে। বর্ণিত রোল নম্বরধারী নির্বাচিত শিক্ষার্থীদের সুনির্দিষ্ট তারিখে অফিস চলাকালে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চমেক-এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে। প্রয়োজনে ০৩১-৬৩০১৮০, ০১৬৪২-৯৯৮০৬১ অথবা ০১৮৪২-৬৫২৮৯২ নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।