নগরীর সদরঘাট থানার শাহজাহান হোটেল এলাকায় আম গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম নেছার আলী বাবর (৩৫) বলে জানা গেছে।
বুধবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাংলানিউজ
নেছার আলী বাবর নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার চেয়ারম্যানঘাট মেম্বার বাড়ির মৃত মাজহারুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাত সোয়া ১২টার দিকে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।