১৪শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা ও ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পৃথক অভিযানে ১৪শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুর একটার দিকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দীল মোহাম্মদ (৩৩) এবং ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে ৪শ পিস ইয়াবাসহ মো. আজিজকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাদের সোমবার বিকেলে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার হওয়া দীল মোহাম্মদ চন্দনাইশ থানাধীন ধোপাছড়ি এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে এবং আজিজ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত সৈয়দ মোহাম্মদের ছেলে।
অন্যদিকে সোমবার সকাল থেকে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭শ গ্রাম গাঁজাসহ ১৪ মাদকসেবীকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে এ আভিযান ও গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ