বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন ফিরোজশাহ এলাকার নোয়াপাড়ার রহিমা ভবন নিবাসী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সওদাগর (৭৮) গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত ১ মে বাদে জোহর এলাকার মাহমুদ খাঁন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে পাহাড়তলী থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সওদাগরকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান মামুন। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে মাহমুদ খাঁন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সওদাগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরিদ আহমদ
পরবর্তী নিবন্ধ১৪শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার