দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর নির্দেশনায় বোয়ালখালীর খিতাপচর মোত্তাকীয়া মাইজভাণ্ডারী ছৈয়দুর রহমানের পরিবারের পক্ষ থেকে দুস্থ পরিবরের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গত ৩০ এপ্রিল মাইজভাণ্ডারী হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে করোনা পর্যুদস্ত ও এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ২৪ পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।