কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ২৩ বেঙ্গলের উদ্যোগে উপজেলার ঢাকাইয়া কলোনীতে বসবাসকারী দুস্থদের মাঝে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হকের নির্দেশে ব্যাটালিয়নের ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ তানজিল দরিদ্র ঘনবসতি এলাকা ঢাকাইয়া কলোনীর বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাল ডাল, আটা, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন। সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র জনগণের মাঝে ভবিষ্যতেও ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি আজাদীকে জানান।