লালখান বাজার থেকে গ্রেফতার হওয়া হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাটহাজারী থানার পৃথক তিনটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে। এর আগে মুফতি হারুন ইজহারকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, এ তিনটি মামলার মধ্যে একটিতে মুফতি ইজহার আগে থেকে আসামি ছিলেন। বাকী দুটিতে গ্রেফতার দেখাতে হাটহাজারী থানা পুলিশ আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এক পর্যায়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মুফতি হারুন ইজহার হেফাজতের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। জঙ্গি সংগঠনের সাথে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাঁর পিতা মুফতি ইজহার ২০ দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির।
জানা যায়, মুফতি হারুন লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক। তাঁর পিতা মুফতি ইজহার পরিচালক। গত বুধবার রাতে লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি হারুনকে গ্রেফতার করে র্যাব। হাটহাজারীসহ দেশের বিভিন্ন জায়গায় গত ২৫ ও ২৬ মার্চ হেফাজতের তান্ডবের ঘটনায় মদদদাতা হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়।












