কাপ্তাই উপজেলায় গতকাল রবিবার সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপাঞ্জন তনচংগ্যা, সুরেশ তনচংগ্যা ও মং থোয়াই মারমা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসক ডা. বিলিয়াম এ সাংমা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ২টার সময় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম লক্ষীধন কারবারী পাড়ায়।
জানা গেছে, চাঁদের গাড়ি ভর্তি কাঠ নিয়ে কয়েকজন ব্যক্তি ভাঙ্গামুড়া নামক স্থান হতে হরিণছড়ায় যাচ্ছিলেন। এসময় হঠাৎ চাঁদের গাড়িটি উল্টে গভীর খাদে পড়ে যায়। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদের গাড়িতে অতিরিক্ত কাঠ বোঝাই ছিল। পাশাপাশি ছিল যাত্রী। পাহাড়ি পথে চলার সময় চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় গাড়িটি উল্টে যায়। তবে এই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি। চাঁদের গাড়িটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও তিনি জানান।










