কোভিডমুক্ত হয়ে কর্মস্থলে ফিরলেন সিভিল সার্জন

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

টানা ২৫ দিন পর কোভিড-১৯ মুক্ত হয়ে কর্মস্থলে ফিরেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি তার সহধর্মিনী ও রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (এনাটমি) ডা. ইশরাত জাহানকে সাথে নিয়ে কর্মস্থলে আসেন। তাদের স্বাগত জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, ডা. মো. নওশাদ খান, ডা. রুমি দাশ, ডা. পলাশ কান্তি কর, ডা. আদিব ইসমাইল, নুসরাত জাহান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহাদাতের মুক্তি দাবি ১০১ চিকিৎসকের
পরবর্তী নিবন্ধউপকূলীয় অঞ্চলে নৌ বাহিনীর মানবিক সহায়তা