বর্তমান সময়ে করোনার এ ভয়াবহ পরিস্থিতিকে সামাল দেয়ার জন্য লকডাউন শেষ সমাধান নয়। আমাদের দেশের নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষের কথা বিবেচনায় রাখতে হবে প্রথমত। সমাজের উঁচুতলার মানুষের কাছে খাবারের অভাব নেই। তাঁরা বছরের পর বছর লকডাউনে বসে থাকলেও সংসার চলবে। গরীব যারা সহজেই তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারে। কিন্তু মধ্যবিত্তদের জীবন এত সহজ নয়। সহজে তারা অন্যের কাছে হাত পাততে আত্মসম্মানের কথা চিন্তা করে। দেখা যায় অধিকাংশ মধ্যবিত্ত পরিবারই কষ্ট পায়। দীর্ঘ লকডাউনে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয় রোজগার এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো করোনা ভাইরাসের চেয়ে লকডাউনকে বেশি ভয় পায়। গত বছরের দীর্ঘ লকডাউনে অনেকে ব্যবসা, চাকরি হারিয়েছেন। তাই সরকারের কাছে আবেদন রইল আপনারা সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, রোজগারের পথ, চিকিৎসা সহায়তা পায় সেদিকে লক্ষ রেখে তারপর লকডাউন কার্যকর করবেন। আপনারা আপাতত রিলিফ সহ সমস্ত সাহায্য সহযোগিতা বন্ধ রেখে অসহায় এবং মধ্যবিত্ত পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ে আর্থিক সহায়তা প্রদানের তালিকা তৈরি করুন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরগণের মাধ্যমে সার্বিক সহযোগিতায় তাঁদের অর্থ প্রদান করা হোক। আমরাও চাই করোনাভাইরাস চিরতরে বিনাশ হোক। লড়াই করে আমাদের করোনা যুদ্ধে বাঁচতে হবে। লকডাউন চাইনা, আমরা বাঁচতে চাই।