বাঁশখালীর সাহেবের হাটস্থ বদরশাহ দরগাহ সংলগ্ন এলাকায় একটি সিএনজি টেক্সি প্রধান সড়ক থেকে পাশের ক্ষেতে উল্টে পড়ে গেলে চালকসহ ৩ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় পল্লী চিকিৎসক রমিজ উদ্দিন বলেন, বাঁশখালীর প্রধান সড়কে সাধনপুর ইউনিয়নের বদরশাহ দরগাহ এলাকায় গাড়িকে সাইড দিতে গিয়ে এ সিএনজি টেঙিটি পাশের ফসলি জমিতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, দুর্ঘটনার ব্যাপারে কেউ আমাদের অবহিত করেনি। খবর নেওয়া হচ্ছে।