কোথাও মেয়াদোত্তীর্ণ দই, কোথাও খাদ্যে রং

৮ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ, অনুমোদনহীন রং ব্যবহারসহ বিভিন্ন অপরাধে নগরে ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল শুক্রবার বায়েজিদ, অক্সিজেন, কুয়াইশ, নয়ার হাট, কাপ্তাই রাস্তার মাথা, কামাল বাজার ও ষোলশহর এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এসময় অনুমোদনহীন রং, মেয়াদোত্তীর্ণ দই, আটা, হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্‌, সহকারী পরিচালক (মেট্রো) পাপিয়া সুলতানা লিজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়েজিদ থানার অক্সিজেন মোড়ের ওয়াফি স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জরিমানা করে মেয়াদোত্তীর্ণ আটা ধ্বংস করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় অক্সিজেন মোড়ের নাহিদা পোলট্রি ফার্মকে ৩ হাজার টাকা, নয়ার হাটের ইসলাম সওদাগরের মাংসের দোকানকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ্‌ পোলট্রিকে ৩ হাজার টাকা এবং মোশতাকের মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত ৯৭৫ টাকার পরিবর্তে ১ হাজার টাকা দাবি করায় ফারুক ইলেক্ট্রনিঙকে ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেসার্স আফতাব অ্যান্ড সন্সকে অনুমোদনহীন রং রাখায় ও মূল্য তালিকা না রাখায় ১০ হাজার টাকা জরিমানা করে প্রায় আধাকেজি রং ধ্বংস করা হয়। মালতি এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ দইয়ের মেয়াদ তুলে বিক্রির জন্য সংরক্ষণ, বিপুল পরিমাণ অনুমোদনহীন রং সংরক্ষণ ও সোডিয়াম হাইড্রো সালফাইড বা হাইড্রোজ সংরক্ষণ করায় এক লাখ টাকা জরিমানা করে প্রায় ১২ কেজি দই, ১৫ কেজি অনুমোদনহীন রং (বাসন্তি ও খুনি রং) ও ৫ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী শ্যালিকাকে জবাইয়ের পর রোহিঙ্গা যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবিজিবির সাথে গোলাগুলি চোরাকারবারি নিহত