দিল্লির স্টেশনগুলোতে পরিযায়ী শ্রমিকদের ভিড়

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে করোনার ভয়াবহতার পর জারি করা হয়েছে লকডাউন। এরপরই পরিযায়ী শ্রমিকদের অসহায়তার সেই চেনা ছবি আবার ফিরে এসেছে। গত বছরের মার্চে দেশব্যাপী লকডাউন ঘোষিত হওয়ার পরে যে ধরনের ছবি দেখা গিয়েছে বারবার। অসহায় ভিড়ে স্বাভাবিকভাবেই সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব ছিল না পরিযায়ী শ্রমিকদের পক্ষে। কেবল সংক্রমিত হওয়ার আশঙ্কাই নয়, সেই সঙ্গে বাসের ভাড়া রাতারাতি নাগালের বাইরে চলে যাওয়ার ফলে বাড়ি ফেরা নিয়েই তখন তারা দোলাচলে। অভিযোগ, কার্যত সুযোগ বুঝে বাসের চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন দশ গুণ পর্যন্ত!

পূর্ববর্তী নিবন্ধভারতে ২৪ ঘণ্টায় করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু, বিশ্বে শীর্ষে
পরবর্তী নিবন্ধ২০ হাজারের বেশি মানুষকে ইফতার দেন মিথিলা