চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম পবিত্র রমজান মাসে ওয়াসা তাঁর ওয়ার্ডে পর্যাপ্ত পানি সরবরাহ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গতকাল সোমবার (১৯ এপ্রিল) সকালে এক বিবৃতিতে বলেন, গত একসপ্তাহ যাবত পশ্চিম বাকলিয়ায় ওয়াসার পর্যাপ্ত পানি সরবরাহ নাই। ফলে গরমের দিনে এলাকার মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে করোনা মহামারির প্রকোপ অপরদিকে পর্যাপ্ত পানি সরবরাহের ক্ষেত্রে সংকট ! অথচ রমাজানমাসে বিদ্যুৎ সরবরাহ ও পানি সরবরাহ নির্বিঘ্ন থাকবে বলে বিদ্যুৎ উন্নয়ন ও চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পূর্বে ঘোষণা দিয়ে জানিয়েছিল। এখন পানি সরবাহের ক্ষেত্রে এই সংকট কোন ভাবেই মানা যাবে না। তিনি আগামী দুদিনের মধ্যে পশ্চিম বাকলিয়ায় ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে ওয়াসা ভবন ঘেরাও করা হবে বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।