প্রয়াত স্কুল শিক্ষকের পরিবারকে প্রাথমিক শিক্ষা বিভাগের অনুদান

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইদ্রিস আলমের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল শনিবার উপজেলার ৪নং ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামে তার পরিবারের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, আওয়ামী লীগ নেতা শফি আহম্মদ, স্কুল শিক্ষক মোহাম্মদ শাহিন প্রমুখ। উল্লেখ্য, শিক্ষক মো. ইদ্রিস আলম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর মারা গেছেন। মৃত্যুকালে মা, বাবা, স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রথম গম চাষ
পরবর্তী নিবন্ধনিয়ম ও চুক্তিভঙ্গকারীদের ছাড় দেয়া হবে না