পটিয়া উপজেলা গৈড়লা মাস্টারদা সূর্যসেন সড়কটি দীর্ঘদিন অবহেলিত জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। গৈড়লা লোকনাথ ধামের প্রধান উপদেষ্টা সুভাষ দাশের সার্বিক সহযোগিতায় গত ১৭ এপ্রিল থেকে সূর্যসেন সড়কটি স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজ সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লোকনাথ ধাম সভাপতি মিল্টন বিশ্বাস, সাধারণ সম্পাদক ঝুলন কান্তি দাশ, রনি চৌধুরি, অপু বিশ্বাস, তপূ বিশ্বাস, রাজ মল্লিক, রুবেল দাশ ,টিটু মল্লিক, জয় বিশ্বাস, লক্ষিন্দর মল্লিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।