রাঙ্গুনিয়ায় ডিআরআরএ ও লিলিয়ানী ফাউন্ডেশনের সহযোগিতায় ও এওয়াকের আয়োজনে প্রতিবন্ধী শিশুদের করোনাকালীন সময়ে হোম বেইসড কেয়ার ও সেফ স্কুলিং বিষয়ক কর্মশালা এওয়াক ইছামতি ট্রেনিং সেন্টারে ২৮ শে মার্চ সকালে অনুষ্ঠিত হয়। এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন এওয়াকের সহ সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, মো. জিয়াউর রহমান, ভাস্কর সাহা, ভলেন্টিয়ার ছোটন বড়ুয়া প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন মো. রাসেল শেখ। কর্মশালায় প্রতিবন্ধী পরিবারের ৪০ জন অভিভাবক অংশগ্রহণ করেন।