ফটিকছড়ি নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা নিবাসী শিক্ষক অরুণ কান্তি চৌধুরী গতকাল শনিবার ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। আগামী ১৮ এপ্রিল তার স্মরণসভা ও পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তিনি ফটিকছড়ি পুজা পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরীর বড়ভাই। তার মৃত্যুতে নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগ, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদ, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় ও পূজা উদযাপন পর্ষদ, পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ, সনাতনী ছাত্র-যুব ঐক্য পরিষদ, মহাতীর্থ মন্দাকিনী পরিচালনা পর্ষদ, সুয়াবিল সিদ্ধাশ্রম পরিচালনা পর্ষদ, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও ভূজপুর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ শোক জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।