করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণে লকডাউনের নির্দেশনা প্রতিপালনের বিষয় তদারক, মাস্ক পরা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (৯ এপ্রিল) জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয়টি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন। বাংলানিউজ
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি আদেশের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ হাজার ৫০০ মাস্ক বিতরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১০টি মামলা দায়ের করে ১২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৮টি মামলা দায়ের করে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৭টি মামলা দায়ের করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ ও খুলশী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি মামলার বিপরীতে ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস চকবাজার ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ২টি মামলা দায়ের করে ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি মামলা দায়ের করে ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।