জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ইতিহাসজয়ী মহাপুরুষ। তিনি বাংলা ও বাঙালির ইতিহাসের মহানায়ক। তার জীবনালেখ্য বাঙালির সাধনা। বিশ্বের ইতিহাস অনুসন্ধিৎসু ও গবেষণালব্ধ মানুষের সাহসী প্রাণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনচরিত। তিনি বিশ্ব ইতিহাসের কালোত্তীর্ণ মহাপুরুষ।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে প্রকাশিত ‘বঙ্গবন্ধু চিরন্তন’ এর প্রকাশনা উৎসব জেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে গত ৩১ মার্চ সকাল ১১টায় উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম উপরোক্ত মন্তব্য করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, সুভাষ চন্দ্র চৌধুরী, আহমদুর রহমান, আবদুল মান্নান, মোহাম্মদ হোসেন বাবু, বিজয় ধর, বাদল মালী সরওয়ার হোসেন, মোহাম্মদ শরীফ, মহিউদ্দিন আহমদ, মো. জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ।