রাউজানে জনসচেতনা সৃষ্টিতে মাঠে প্রশাসনের সাথে জনপ্রতিনিধিরা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

গতকাল ৫ এপ্রিল থেকে দেশ জুড়ে লকডাউন শুরু হলেও রাউজানের রাস্তাঘাট ও হাটবাজারের লকডাউনের কোনো প্রভাব দেখা যায়নি। রাস্তাঘাটে পাঁচ যাত্রী নিয়ে চলছে সিএনজি আটোরিকশা। বড় বড় হাটবাজারে অধিকাংশ দোকান খুলে চলছে বেচাকেনা।
জানা যায় গত দুদিন থেকে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও এসিল্যাণ্ড অতীশ দর্শী চাকমা-হাটবাজারে ও রাস্তাঘাটে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে আছেন। তারা চেষ্টা করছেন স্বাস্থ্য বিধি মধ্যে রেখে জনচলাচল সীমিত রাখার। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালনকারী প্রশাসনের দুই কর্মকর্তা হাটবাজারের ঘরে মানুষকে সতর্ক করার পাশাপাশি মুখে মাস্ক না পরে বেপরোয়া চলাচলের দায়ে অনেককেই জরিমানা করছেন।
স্থানীয়রা জানিয়েছে গত রোববার থেকে উপজেলা সদরের রাস্তাঘাটে রিঙায় চড়ে হাত মাইকে জনচেতনতামূলক প্রচারণা শুরু করেছেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। তারা এলাকাবাসী ও পথচারীদের মুখে মাস্ক পড়ে চলাফেরা করতে অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধকৃষি জমির মাটি কাটার মহোৎসব
পরবর্তী নিবন্ধখাজা দস্তগীর মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক